| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী সরকার ঘোষিত চামড়ার মূল্য প্রত্যাখান করল চামড়া শিল্প রক্ষা কমিটি


সরকার ঘোষিত চামড়ার মূল্য প্রত্যাখান করল চামড়া শিল্প রক্ষা কমিটি


রহমত নিউজ     02 June, 2025     11:33 AM    


সরকার ঘোষিত চামড়ার মূল্য প্রত্যাখান করে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে চামড়া শিল্প রক্ষা কমিটি। 

রোববার (১ জুন) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায়  প্রেস ব্রিফিং করে চামড়া শিল্প রক্ষা কমিটি। এসময় এই দাবি জানানো হয়। 

বক্তারা বলেন, সরকার ঘোষিত চামড়ার মূল্য ন্যায্য মূল্য হয়নি। কুরবানীর পশুর চামড়ার মূল্য বাড়াতে হবে। আমরা লবণ চাই না, ন্যায্য মূল্য চাই।

মুফতী আব্দুল্লাহ ইয়াহ‌ইয়ার সভাপতিত্বে ও চামড়া শিল্প রক্ষা কমিটির সদস্য সচিব মুফতী আফজাল হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রধান সমন্বয়কারী মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মুফতী ইমরানুল বারী সিরাজী, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, মাওলানা কাউসার আহমদ সোহাইল, মাওলানা মামুন চৌধুরী, মাওলানা হাকীম আজহারুল ইসলাম নোমানী, মুফতি উমর ফারুক মাসরুর মাওলানা মাহবুবুর রহমান, এইচ এম রায়হানুল কাবীর মুফতি আখতার হুসাইন, মুহিব ইমতিয়াজ, মুফতি আহমাদুল্লাহ আব্বাস মুফতি ওমর ফারুক যুক্তিবাদী প্রমূখ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা